ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা দিতে গৌরনদীর দু’থানার পুলিশের বিশেষ টহল

থেকে বিশেষ টহল অব্যাহত রেখেছেন। দূর্ঘটনারোধে মহাসড়কে সর্তকতার সাথে গাড়ি চালানো, ছিনতাই, চুরি, ডাকাতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা দিতে এ বিশেষ টহল পরিচালিত হচ্ছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের সাথে সড়কপথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রতিদিন দিবা-রাত্রি ঈদে ঘরমুখী হাজার-হাজার যাত্রীবাহি পরিবহন আসা  যাওয়া করছে। প্রতিবছর ঈদের সময় অন্যান্য রুটের পরিবহন এ রুটে প্রবেশ করে বেপরোয়াগতিতে চলাচল করায় প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হতো। দূর্ঘটনায় ঈদের খুশী ম্লান হয়ে ঘরমুখী শত শত যাত্রীর প্রাণহানীর ঘটনাও ঘটে। এছাড়াও নৈশ পরিবহনে বাড়িতে ফেরা অসংখ্য যাত্রীরা ছিনতাইকারীদের কবলে পরে সর্বস্ত্র খুইয়েছেন। এ বছর দূর্ঘটনারোধে ও নৈশ পরিবহনে ঘরমুখী যাত্রীদের নিরাপদে বাড়িতে ফিরতে বিশেষ টহল দল নামোনো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, গত সোমবার থেকে মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভুরঘাটা বাসষ্ঠ্যান্ড থেকে বাটাজোর পর্যন্ত ২৫ কিলোমিটার মহাসড়কে বিশেষ টহল দল দিনরাত একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান, নৈশ পরিবহনে আসা গৌরনদীর প্রত্যন্ত এলাকার যাত্রীদের ভোর না হওয়া পর্যন্ত গৌরনদী বাসষ্ঠ্যান্ডে থাকার জন্য পুলিশ পাহারায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত এ টহল অব্যাহত থাকবে।