হাসপাতালের রোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ | আগৈলঝাড়ার রাজিহার-বাকাল ত্রীমুখি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন

জনসাধারনকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রাইভারশন সড়ক তলিয়ে যাওয়ায় ওই এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ রোগীদের চরম দুভোর্গের মধ্যে পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জনগুরুত্বপূর্ণ ওই সড়কের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদার দীর্ঘদিন থেকে কাজটি ফেলে রেখেছে। ফলে বিপাকে পড়তে হয়েছে ওইসব এলাকার জনসাধারনকে। সড়কের পথিমধ্যে কেঁষ্টারপাড় নামকস্থানে একটি বক্স কালভার্ট ব্রিজ তৈরীর পূর্বে জনসাধারন ও যানবাহন চলাচলের জন্য বিকল্প একটি সড়ক তৈরী করা হয়। কিছুদিন পূর্বে পানি বৃদ্ধি পাওয়ায় বিকল্প সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। স্থানীয়রা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার কারনে বিকল্প সড়কটি এখন স্থায়ীভাবে পানির নিচে থাকার বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো সত্বেও তাদের কোন মাথাব্যথা নেই। বর্তমানে বিকল্প সড়কটি প্রায় ৩ হাত পানির নীচে নিমজ্জিত রয়েছে। এ কারনে সড়কের পশ্চিম অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানের মোকাম থেকে মালমাল আনা নেওয়া সম্পূর্ণ রুপে বন্ধ রয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। মালামাল আনা নেয়ার বিকল্প সড়কেরও কোন ব্যবস্থা নেই।

 

স্থানীয়রা জানায়, স্থানীয় উদ্যেগে গত ৬ সেপ্টেম্বর কালভার্টের নিচের অংশের মাটি ভরাট করতে গেলে স্থানীয়দের মাটি ভরাট করতে বাধা দেয় ওই ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নামপ্রকাশ্যে অনিচ্ছুক সড়কের তদারকির কাজের সাথে জড়িত এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কালভার্টের সংযোগস্থলে মাটি দেওয়া হলে ট্রাক, নছিমনসহ সড়কের ক্ষতিকারক যানবাহন চলাচল করে সড়কের অসমাপ্ত কাজের ক্ষতি হতে পারে। এ কারনেই ব্রিজের সংযোগস্থলে মাটি ভরাট করা হচ্ছে না।

 

ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্রিজের সংযোগস্থলে মাটি দিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা। পথচারী, ব্যবসায়ী, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, হাসপাতালে আসা যাওয়া  রোগীসহ বিভিন্ন যানবাহন দ্রুত এ সড়কের বিকল্প রাস্তা বা ব্রিজের সংযোগস্থলে মাটি ভরাট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।