গত ৪ মাস পূর্বে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের সবুজ শিকদারের সরলতার সুযোগ নিয়ে তার মেয়েকে পঞ্চম বিয়ে করে জ্বীনের বাদশা মেহেদী। বিয়ের কয়েকদিন পর শশুড়ের ঘরের স্বর্ণলংকার, নগদ অর্থসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিয়ে মেহেদী পালিয়ে যায়। এছাড়াও সে (জ্বীনের বাদশা) মেহেদী তার সহযোগীদের মাধ্যমে নিজেকে জ্বীনের বাদশা দাবি করে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে ঝাঁড়, ফুঁক দিয়ে পর্যায়ক্রমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসি জ্বীনের বাদশা মেহেদীসহ বিউটি বেগম ও সেলিনা বেগম নামের তার দু’মহিলা সহযোগীকে চাঁত্রিশিরা গ্রাম থেকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সবুজ সিকদার বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।