আগৈলঝাড়ার মোল্লা বংশের প্রতিবাদ সভা

একত্রিত হয়ে গত ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার সূজনকাঠী কমাজ কল্যাণ সংসদ চত্ত্বরের বিএনপি সভাপতি আ. লতিফ মোলার বিরুদ্ধে সামাজিক লোকজন এক লিখিত অভিযোগে জানান লতিফ মোলার বিভিন্ন কূ-কর্ম সহ সমাজ বিরোধী কার্যকলাপ সামাজিক নিরিহ লোকজনের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মমলা সহ বিভিন্ন অভিযোগ তুলে।

গত ২৫ জুলাই সুজনকাঠী মজিদবাড়ি হল রুমে ওয়াজেদ আলী  মোলার সভাপতিত্বে প্রথমে তাকে সমাজচ্যুত করা হয়। গত ১৭ সেপ্টেম্বর পূর্ব সূজনকাঠী গ্রামের মরহুম শাহজাহান মোল¬ার জানাজায় আ. লতিফ মোলকে অংশ গ্রহণ করতে দেয়া হয়নি এবং কালু মন্ডলের মায়ের শ্রাদ্ধ শান্তিতে অংশ গ্রহন করতে দেয়া হয়নি। এ যাতীয় ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য গত ২০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ ২১ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় সামাজিক লোকজন দেখে গত ২২ সেপ্টেম্বর সুজনকাঠী সমাজ কল্যান সংসদ চত্ত্বরে ওই সংবাদ সম্মেলনের লতিফ মোল¬ার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সমাজ নেতৃত্বকারী সহ সমাজভূক্ত জনতা।