জোর করে জমি দখল ॥ চাঁদাদাবি ॥ মামলা দায়ের

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানাগেছে উজিরপুর থানার কমলাপুর গ্রামে  আহম্মেদ  হাওলাদারের স্ত্রী সাগরিকা বেগম তার মা খাম্বি বেগমের নিজ নামের  সম্পত্তি আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী মৌজার খতিয়ান নং ৬৩৮,৪২৯ দাগের ২০৩,২০৪,২০৫,২০৬,৪৯৫,৪৯৬,৪৫৪,৪৫৩ ও ২১৩ দাগের সাতে ১৩ শতাংশ ভূমি সাগরিকা ও তার দুই বোন ছবি বেগম, রানী বেগম তার মা খাম্বি বেগমের প্রদেয় দলীলে প্রাপ্ত হয়। উপজেলা সদরে বাড়ির জায়গা হওয়ায় ৩ বোনের বাড়ি দূরত্ত হওয়ার কারনে স্থানীয় আজিজ খলিফা, ইউনূস খলিফা বিভিন্ন উপায়ে এই জমি গ্রাস করার চেষ্টা চালায়। প্রাপ্ত সম্পত্তি ৩ বোন বিক্রয়ের সিদ্ধান্ত নিলে আজিজ গং বিভিন্ন কৌশলে জোর পূর্বক ওই ভূমির উপর স্থাপনা সরিয়ে জবর দখলের চেষ্টা চালায়। এমনকি ৩ বোনকে ভয়ভিতি দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

গত ২৭ আগস্ট সাগরিকা বাদী হয়ে আজিজ গংদের বিরুদ্ধে বরিশাল চিফজুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দয়ের করে। অপর দিকে আজিজ খলিফা সাগরিকা ও তার বোনদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় হয়রানি মূলক একাধিক অভিযোগ দায়ের করে।