আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হওয়ায় সভা পাল্টা সভা, সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন ও  কমিটি গঠন নিয়ে মতবিরোধ তুঙ্গে রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর  যুবদলের একাংশের নেতা আরিফ হোসেন ফিরোজ মোল্লার আহবায়ক কমিটি বৈঠক করে উপজেলার ৫ ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্তির গোষনা দেয়। পত্র পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ পেলে উপজেলা যুবদলের সভাপতি আলী হোসেন ভূঁইয়া স্বপন ২৫ সেপ্টেম্বর জরুরী বৈঠক ডেকে ওই আহবায়ক কমিটির তীব্র সমালোচনা ও ভুয়া বলে আখ্যায়িত করে। একই সাথে ভূয়া কমিটির ঐ আহবায়ক আরিফ হোসেন ফিরোজকে অবাঞ্চিত ঘোষনা করে। গতকাল মঙ্গলবার উপজেলা বি.এন.পির সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন তালুকদারের সুজনকাঠীস্থ বাসভবনে যুবদলের সভাপতি আলী হোসেন ভুঁইয়া স্বপনের সভাপতিত্বের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বি.এন.পি সভাপতি আব্দুল লতিফ মোল্লা, বিশেষ অতিথি কবীর হোসেন তালুকদার,  সাধারন সম্পাদক এস.এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক  মাহাবুবুল ইসলাম (মাহাবুব) বক্তব্য রাখেন আব্দুল মন্নান আকন,  মোঃ আহসান জামিল, সাহাদাৎ বিশ্বাস, শিপন হাওলাদার, উত্তম বৈষ্ণব, আকিউল হাওলাদার মহিলা যুবদলের সাবিনা ইয়াছমিন খুকু, নাহার বেগম  প্রমুখ। সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বি.এন,পি’র কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি কবির উদ্দিন আফসারী। বক্তারা দলের মধ্যে সংগঠন পরিপন্থি বিপথগামী নেতাকর্মীদের মূল ধারায় ফিরে আসার আহব্বান জানান, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন।