গৌরনদীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে যুবলীগ নেতা ও তার সহযোগীরা

প্রভাবশালী যুবলীগ নেতা ও তার সহযোগীরা। চাঁদার টাকার জন্য প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে গত দু’দিন ধরে ব্যবসায়ীক প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দরে।

গতকাল বুধবার বিকেলে টরকী বন্দরের ব্যবসায়ী আলহাজ্ব নজরুল খন্দকার গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত অভিযোগে জানান, গত মঙ্গলবার বেলা ১১ টার সময় প্রভাবশালী যুবলীগ নেতা শাহাদাত তালুকদার, মিলন হাওলাদার, ইউসুফ সিকদারসহ তাদের ৪/৫ জন সহযোগী টরকী বন্দরের মন্দিরের সম্মুখের ব্যবসায়ী নজরুল ইসলামের মুদি ও মনোহরীর সুলভ ষ্টোরে গিয়ে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় ব্যবসায়ী নজরুল ইসলাম দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বিষয়টি তিনি (নজরুল খন্দকার) স্থানীয় থানা পুলিশ ও টরকী বন্দরের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে জানালেও প্রভাবশালীদের বিরুদ্ধে এখনো তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করেননি। নজরুল খন্দকার আরো অভিযোগ করেন, প্রভাবশালী যুবলীগ নেতারা তার মেয়ে জামাতা মাইনুল হাওলাদারের মোবাইল ফোনে ফোন করে চাঁদার টাকার পরিশোধ করা না হলে তাকেসহ নজরুল খন্দকারকে মিথ্যে মামলায় জড়ানোর হুমকি দেয়। প্রভাবশালী যুবলীগ নেতাদের অব্যাহত হুমকির মুখে ব্যবসায়ী নজরুল খন্দকার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে টরকী বন্দর বণিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোকান বন্ধ করে দেয়ার ব্যাপারে আমার কাছে এখানো কেউ কোন অভিযোগ করেননি। তবে চাঁদার দাবিতে কেউ ব্যবসায়ীক প্রতিষ্ঠাত বন্ধ করে দিলে তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগের ব্যাপারে যুবলীগ নেতা মিলন হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।