আগৈলঝাড়ায় শতাধিক মৎস্য ঘের পানির নিচে ॥ পান বরজের অবস্থা বেহাল

প্রায় শতাধিক মৎস্যঘের পানির নিচে তলিয়ে গেছে। শতশত মন মাছ ভেসে গেছে মুক্ত জলাশয়ে। ঘেরের মাছ হারিয়ে অনেক মৎস্যচাষী এখন পাগল প্রায়।

উপজেলার পয়সারহাট গ্রামে আলমগীর খন্দকার, জব্বার হাওলাদার, এলাহী গাজী, মোশারফ বক্তিয়ার, সেলিম তালুকদার, চাঁত্রিশিরা গ্রামে পিয়ারা ফারুক বক্তিয়ার, জামাল বক্তিয়ার , মন্নান বক্তিয়ার, আস্কর গ্রামের মাইকেল ঘরামী, কালাই ওঝা, বাকাল গ্রামের জয় মিস্ত্রি, ননী মন্ডল, উত্তম বল্লভ, জোবারপাড় গ্রামের  মনোতোষ গ্রামে পুলিন পান্ডে জানান তাদের প্রত্যেকের মৎস্য ঘের থেকে প্রতি জনের প্রায় ৫০/১০০ মন সাদা মাছ প্রবল বর্ষনে মুক্ত জলাশয়ে ভেসে গেছে। ধারদেনা করে মাছ চাষ করে ভেসে যাওয়ায় এদের অনেকে এখন পাগল প্রায়। অপরদিকে উপজেলার টেমার নাঘার, শিহিপাশা, সেরাল, বাকাল, রাজিহার, গৈলা এলাকায় পান বরজ তলিয়ে গিয়ে ক্ষতি হয়েছে ব্যাপকভাবে।