মানুষ কেন লক্ষ্য নির্ধারণ করে না?

* তারা জানে না কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়: মানুষ লক্ষ্য নির্ধারণ না করার দ্বিতীয় কারণ হলো তারা জানে না কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়। আরো বড় ব্যাপার হলো এই যে মানুষ মনে করে তাদের সত্যিই কিছু লক্ষ্য আছে। আসলে তাদের যা আছে তাহলো কিছু স্বপ্ন ও ইচ্ছা – যেমন সুখী হবো কিংবা অনেক টাকা কামাবো জাতীয় ইচ্ছা। কিন্তু এগুলি আসলে লক্ষ্য নয়। এগুলি আসলে আমাদের মনের ইচ্ছেপাখি – যা সবারই থাকে। লক্ষ্য সাধারণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা হতে ভিন্ন। এটি স্পষ্ট, লিখিত, এবং সুনির্ধারিত। এটি খুব দ্রুত ও সহজেই অন্যের নিকট ব্যাখা করা সম্ভব। আপনি এটি মাপতে পারবেন, এবং জানতে পারবেন আপনি কখন এটি অর্জন করেছেন, কিংবা করেন নি।

লক্ষ্য নির্ধারণ সম্পর্কে একবিন্দু না জেনেও বিশ্বের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করা সম্ভব। কারণ শিক্ষাব্যবস্থার পরিকল্পনায় যারা থাকেন তাদের মধ্যেও লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে ধারণা নেই। আর সে কারণেই তারা এটিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যোগ করতে উদ্যোগী হন নি। তবে আপনি যদি স্বউদ্যোগে এটি শেখেন তাহলে আপনার সারা জীবনের সহায় হবে এই বিদ্যা।

* ব্যর্থতার ভয় : লক্ষ্য নির্ধারণ না করার তৃতীয় কারণ হলো মানুষ ভয় পায় যে তারা এটি অর্জন করতে পারবে না। ব্যর্থতা মানুষকে আঘাত করে। এটি মানসিকভাবে এবং আর্থিকভাবে মানুষকে দুর্বল করে দেয়। তাই মানুষ সতর্ক হয়ে যায় পরেরবার ব্যর্থতা এড়ানোর জন্য। এটি করতে গিয়ে অবচেতনেই মানুষ ঝুঁকি এড়িয়ে চলতে অভ্যস্ত হয়ে পড়ে। তাই সেই আঘাত না পাওয়ার ভয়ে আগেই লক্ষ্য নির্ধারণ হতে বিরত থাকে। তাদের আশঙ্কা থাকে কোনো লক্ষ্য নির্ধারণের পর সেটি অর্জন করতে না পারলে তা নিজেদের জন্য ক্ষতিকর হবে। বিশেষ করে তা মানসিক কষ্টের কারণ হবে। সেজন্য একদম লক্ষ্য নির্ধারণ বাদ দিয়ে দেন এসব মানুষ।

* প্রত্যাখ্যানের ভয়: লক্ষ্য নির্ধারণ না করার চতুর্থ কারণ হলো মানুষ প্রত্যাখ্যানের ভয় পায়। মানুষ মনে করে কোনো লক্ষ্য নির্ধারণের পরে সেটি অর্জন করতে না পারলে অন্যরা সেটি নিয়ে তাকে বিদ্রুপ কিংবা সমালোচনা করবে। মনে হয় এ কারণেই বেশিরভাগ মানুষ লক্ষ্য নির্ধারণ করে না, আর করলেও তা অন্যদের কোনোক্রমেই জানতে দিতে চায় না। আপনিও লক্ষ্য নির্ধারণের সময় এরকম ভয় পেলে কাউকে জানানোর দরকার নেই। আপনার পরিকল্পনা গোপন রাখুন, এবং সাফল্যের পরই তা সবাইকে জানান। এভাবেই আপনি প্রত্যাখ্যানের ভয়কে জয় করতে পারবেন।

Source : Suhreed Sarker (A Bangladeshi Programmer / IT Book Writer)