আপনারও তেমনি লক্ষ্য অর্জনের ক্ষমতা আছে। আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না কীভাবে সেই লক্ষ্য অর্জন করবেন। আপনি কী চান সেটি নির্ধারণ করার পর সে সম্পর্কে আপনার মধ্যে প্রগাঢ় অনুরাগ জন্মাতে পারলেই আপনি সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনি পথ খুঁজে পাবেন ঠিকই। আমাদের দেশে একটি কথা আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। সেটির প্রমাণ পাবেন এখানে। একবার আপনি সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন, তাহলেই দেখতে পাবেন।
আপনার মনের মাঝে অবিশ্বাস্য এক সাইবারনেটিক কৌশল প্রোথিত থাকায় আপনি সবসময় আপনার লক্ষ্য অর্জন করতে সফল হবেন, সেই লক্ষ্য যাই হোক না কেন। আপনার লক্ষ্য যদি হয় রাতের বেলা একটি সুন্দর বাসায় ফিরে টেলিভিশন দেখা, তাহলে সেটিও সফল হবে। আপনার লক্ষ্য যদি হয় সুন্দর সুখী স্বাস্থ্য ও শান্তিময় জীবন – তাহলে সেটিও আপনি অর্জন করতে পারবেন। সেই লক্ষ্যকে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করে আপনার মনের মাঝে গেঁথে দিতে হবে। তারপর কম্পিউটারের মতোই আপনার মন কাজ করবে, কম্পিউটারে প্রোগ্রাম যেমন করে। আপনার মন নিজ থেকেই আপনাকে তাগাদা দিতে থাকবে সেই লক্ষ্য অর্জনে কাজ করার জন্য।
আপনার লক্ষ্যের আকার সম্পর্কে প্রকৃতি কোনো চিন্তাভাবনা করে না। আপনি যদি ছোট লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে আপনার মন তৈরি হয়ে থাকবে সেই ছোট লক্ষ্য অর্জনের জন্য। আপনি যদি বিশাল লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে মনও তৈরি হবে সেই বিশাল লক্ষ্য অর্জনের জন্য। তাই আপনি কোন আকারের লক্ষ্য নির্ধারণ করবেন সেটি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল।
Source : Suhreed Sarker