অসহায় পিতা।
এজাহার ও এলাকা সূত্রে জানা গেছে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে খ্রীষ্টান সম্প্রদায়ের বাদল সরকার কর্মের তাগিদে ঢাকার একটি ম্যাচে বাবুর্চির কাজ করে । বাড়ীতে স্ত্রী ডলি ও রুপক এবং রুপম ২ পুত্র গৌরনদী চট্টগ্রামে পড়ালেখা করে । বাদল বাড়ীতে না থাকায় প্রায়ই তার স্ত্রী ডলি পরোকিয়া সম্পর্কে লিপ্ত থাকে বলে অবিযোগে উল্লেখ করা হয় । সম্প্রতি পুত্রদ্বয় ও পিতা বাড়িতে আসে । গতকাল বুধবার বাদল তার স্ত্রী ও পুত্রদের অনৈতিক কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২ পুত্র পিতা বাদলকে বেধরক পিটিয়ে আহত করে । এসময় বাচ্চু ঘরামী নামে এক যুবক বাদলকে উদ্ধার করতে আসলে তাকেও আহত করে রুপক রুপম । থানা পুলিশ খবর পেয়ে রুপক ও রুপমকে আটক করে থানায় নিয়ে আসে । এ ব্যাপারে আগৈরঝাড়া থানায় গতকালই বাদল বাদী হয়ে স্ত্রী, ২ পুত্র সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
বাদলের স্ত্রী ডলি অভিযোগ করে বলেন তার স্বামী ঢাকায় থাকার সুবাদে বাড়ীর তেমন কোন খোজ খজবর রাখে না এমনকি ছেলেদের পড়ালেখার ব্যয়ও বহন করছে না । তিনি তার স্বামীর বিরুদ্ধে মাদক সেবন ও অনৈতিক কর্মের অভিযোগ তোলেন ।