বরিশালে অধ্যক্ষ কর্তৃক ছাত্রকে পুলিশের হাতে সোর্পদ

অধ্যক্ষ পুলিশের হাতে সোর্পদ করেছেন তার নিজ প্রতিষ্ঠানের ইভটিজার এক ছাত্রকে। টিটিসির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে অধ্যক্ষ গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোকেশনাল এসএসসি পরীক্ষার্থী বাপ্পীকে (১৮) পুলিশের হাতে সোর্পদ করা হয়। বাপ্পীর পিতা কাশিপুর এলাকার জামাল আহম্মেদ।
জানা গেছে, নগরীর মধু মিয়ার পুল এলাকার রতন দাসের কন্যা টিটিসির সিভিল কনস্ট্রাকশন বিভাগের এসএসসি পরীক্ষার্থী মিনতি দাসকে (১৬) গত দু’বছর ধরে ইলেকট্রিকাল বিভাগের ছাত্র বাপ্পী প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করে আসছিল। অতিসম্প্রতি বাপ্পী মিনতিকে বিয়ের প্রস্তাব দেয়। এসময় স্ব-ইচ্ছায় বিয়ে না করলে মিনতিকে জোরপূর্বক তুলে নেয়ার হুমকি দেয় বাপ্পী। বিষয়টি মিনতি তার পরিবারের কাছে জানিয়ে অভিমান করে আত্মহত্যারও চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় টিটিসির অধ্যক্ষ এসকান্দার আলীর নিকট মিনতি ও তার মামা গৌতম এসে বাপ্পীর উত্যক্তের বিষয়ে জানায়। তাৎক্ষনিক বাপ্পীকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনা হয়। সেখানে অধ্যক্ষের সাথে অসদআচারন করে ইভটিজার বাপ্পী। অবশেষে অধ্যক্ষ বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ দুপুর সাড়ে ১২টায় বাপ্পীকে আটক করে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান, ইভটিজিং করার অভিযোগে বাপ্পীকে আটক করা হয়েছে। অধ্যক্ষ এসকান্দার আলী বলেন, বাপ্পীর বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে। ছাত্রী মিনতিকে বিভিন্ন সময়ে উত্যক্ত করার অভিযোগ পেয়ে বাপ্পীকে পুলিশে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠানে কোন ইভটিজিং করা যাবে না।