আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষক নিয়োগ আজ

কমিটির ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের। আদালতে অভিযোগ সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক একাডেমী (বিএইচপি) প্রধান শিক্ষক সহ ৪ জন সহকারী শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পরেশ রায় গত ২১ অক্টোবর বাদী হয়ে বরিশাল সহকারী  জজ আদালতে নিয়োগের বিরোধীতা করে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। দেওয়ানী মামলা নং-৮৬/২০১০। বিজ্ঞ আদালত আগামী ২১ কার্যদিবসের মধ্যে মামলার  ১ নং বিবাদী বিদ্যালয়ের এডহক সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাতীন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামান সাগর, জেলা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর  কুমার পাল ও এডহক কমিটির অবিভাবক সদস্য প্রিয়লাল মন্ডলকে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে বা আইনজীবির মাধ্যমে বাদীর নালিশের উত্তর দিতে নির্দেশ দেন। বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য পরেশ রায় তার আর্জিতে বলেন, বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগাযুগির মাধ্যমে অবৈধভাবে আর্থিক লাভবানের মাধ্যমে শিক্ষক নিয়োগের পায়তারা চালচ্ছে। এর প্রতিবাদে এলাকায় অভিভাবকরা বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে প্রতিকার চেয়ে আবেদন করেন। এতে ফলাফল না পেয়ে আদালতের সরনাপন্ন হন বাদী।  সংশিষ্ঠ সূত্র মতে, আদালতের  নির্দেশ অনুযায়ী বিবাদীরা আদালতে কোন জবাব উপস্থাপন না করেই আজ সোমবার (২৫ অক্টোবর) নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে যাচ্ছেন। উলেখ্য নব নির্বাচিত  ম্যানেজিং কমিটিকে উপেক্ষা করে এডহক কমিটি নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে চাইলে শেষ পর্যন্ত নিজেদের প্রাধান্য বজায় রাখতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।