দূর্নীতি প্রতিরোধী প্রচারাভিজান

এর সভাপতিত্বে বিভিডিও এর উদ্যোগে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার প্রচারাভিযান, সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভিডিও’র নির্বাহী পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, সভায় প্রধানি অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জসীম উদ্দীন সরদার, বিশেষ অতিথি ছিলেন বাগধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী  পেয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ আর. ফারুক বক্তিয়ার, আশ্রাফ তালুকদার সমন্বয়কারী, বক্তব্য রাখেন শিক্ষক শরৎ চন্দ্র অধিকারী, বাগধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সুহাস সিংহ, নিখিল চন্দ্র সমদ্দার, বক্তারা বলেন একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন আমাদের দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন বাস্তবায়িত না হয়ে বরং দারিদ্রের হার ও বৈষম্যের নির্মমতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সাল্ট্রীয় সম্পদে সাধার মানুষের প্রবেশাধিকার সৃষ্টি ।  আমরা এও জানি  প্রতিটি নাগরিকের সেবা পাওয়া অধিকার সংবিধান স্বীকৃত । বাংলাদেশ সরকার  প্রতিটি নাগরিকের অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ । তথ্য  অধিকার আইন পাশ হয়েছে । যা আমাদের জন্য পরম পাওয়া । দূর্নীতি বিরোধী প্রচারাভিযান নাগরিক পরিবীক্ষণ এই প্রীতি কর প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেবা গ্রহীতা ও সেবাদাতার সন্তুষ্টি নির্নয় সম্ভব । তাই  আসুন আমরা সবাই মিলে সেবা খাত সমুহের সেবার মান বৃদ্ধিতে দূর্নীতি বিরোধী প্রচারাভিযান নাগরিক পরিবীক্ষণ যোরদার করি ।  অনুষ্ঠান পরিচালনা করেন বিভিডিও’র প্রোগ্রাম অফিসার অনুকুল চন্দ্র বাড়ৈ । এ সভায় নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন ।