যুবদলের মিছিলে ছাত্র ও যুবলীগের হামলা ॥ ২০ জন আহত

সকালে র‌্যালী, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের একাংশের নেতৃবৃন্দ। র‌্যালী শুরুর প্রাক্কালে যুবদল নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করেছে স্থানীয় ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা। হামলার ঘটনার পর যুবদলের পুরো অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।
বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করে বলেন, যুবদলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে গতকাল বুধবার সকাল দশটায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

সকাল ১০ টা ২০ মিনিটের দিকে র‌্যালী শুরুর প্রাক্কালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের লাঠির আঘাত ও ইটপাটকেল নিক্ষেপে উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিটু, যুগ্ন আহবায়ক ফরিদ মিয়া, ফারুক সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মোল্লা মাহফুজ, যুবদল নেতা খলিল হাওলাদার, এনায়েত মোল্লা, পলাশ গাজী, ফিরোজ হাওলাদার, জাহিদুল ইসলাম, সুজন মোল্লা, মনির গাজী, ছালাম সরদার, স্বপন মোল্লা, ছালাম বেপারী, মানিক মৃধা, ছাত্রদল নেতা লিটন ঘরামী, সিফাত উল্লাহ রাসেলসহ ২০ জন নেতা-কর্মী আহত হয়। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। 

হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম বলেন, যুবদলের অভ্যান্তরীণ কোন্দলের কারনে তাদের নিজেদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

অপরদিকে একইদিন থানা পুলিশের অনুমতি না নিয়ে র‌্যালী করায় আগৈলঝাড়া উপজেলা যুবদলের একাংশের আহবায়ক আরিফ হোসেন ফিরোজকে থানা পুলিশ আটক করেছে।