শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়ের

করেছেন দুর্নীতি দমন কমিশনের বরিশালের উপ-পরিচালক নজরুল ইসলাম।
এজাহারে প্রকাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত গৌরনদী উপজেলায় কর্মরত ছিলেন। এরইমধ্যে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকার স্থলে ৬০ টাকা হারে উত্তোলন করে সে ৯৬ হাজার ৯’শ টাকা আত্মসাত করেন। তার এ অনিয়ম ও দুর্নীতির দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন বরিশালের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বাদি হয়ে গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় গৌরনদী থানায় মামলা দায়ের করেন (যার নং-১৩)।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম মামলা রুজু হওয়ার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে ওই শিক্ষা অফিসার (মোঃ কামরুজ্জামান) সুমাগঞ্জের তাহেরপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।