পর্যায়ের খেলা শুরু হয়েছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে প্রথম দিনের খেলায় উপজেলা সদরের মডেল সঃ প্রাঃ বিদ্যালয় ও সেরাল সঃ প্রাঃ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জজামান, সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা বেগম, কামরুল হাসান, মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রইচ সেরনিয়াবাত ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।