কমিটি গঠনের লক্ষে গতকাল সোমবার বিকেলে একসভা বন্দরের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আবুল বাশার মাঝির সভাপতিত্বে বন্দর পরিবেশক ব্যবসার উন্নয়নের লক্ষে সভায় বক্তব্য রাখেন কাজী আল-আমিন, হাজী আঃ ছালাম, মাহাবুর আলম খোকন প্রমুখ। শেষে ভোটের মাধ্যমে মাহাবুব আলম খোকন-সভাপতি, হাজী আঃ ছালাম-সহসভাপতি, কাজী আল-আমিন-সাধারণ সম্পাদক, আবুল বাশার মাঝি-সহসাধারণ সম্পাদক, ননী বনিক-কোষাধ্যক্ষ, হাজী বাবুল সরদার-সাংগঠনিক সম্পাদক, পরিমল বারিক-সহসাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মিয়া ও তরিকুল ইসলাম দিপু-কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন।