আর্কাইভ
বরিশালে সিটি মেয়রের নেতৃত্বে মানববন্ধন

আযাদ আলাউদ্দীন, বরিশাল থেকে ॥ দক্ষিণ বাংলার সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবার
মান বৃদ্ধি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের কয়েক হাজার মানুষ। আজ ৪ নভেম্বর বেলা দেড়টায় সিটি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও ভুক্তভোগী সাধারন মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বলা হয়- বরিশালের সর্ববৃহৎ এ হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি নেই, যেগুলো রয়েছে তার অধিকাংশই বিকল এবং অকেজো। দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অবিলম্বে এ হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।