আক্তার (১২)। আজ রবিবার ধুমধামের সাথে বিয়ে হওয়ার কথাছিলো লাকির। থানা পুলিশ এ খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়েছেন।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, থানার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের সামচুল হক সরদারের কন্যা ও ইল্লা (গাইনেরপাড়) দাখিল মাদ্রাসার ষষ্ট শ্রেনীর ছাত্রী লাকি আক্তারের (১২) দ্বিমতে তার অভিভাবকরা জোড়পূর্বক বিয়ে ঠিক করেন একই গ্রামের মৃত আলী ঢালীর পুত্র হেমায়েত ঢালীর (২৮) সাথে। আজ রবিবার বরযাত্রী নিয়ে হেমায়েতের যাওয়ার কথাছিলো লাকিদের বাড়িতে। এলাকাবাসির কাছে এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে থানার এস.আই আনোয়ার হোসেনকে ওই ছাত্রীদের বাড়িতে পাঠানো হয়। এস.আই আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাকি, হেমায়েত ঢালী ও তাদের পরিবারের সকলের সাথে কথা বলে বাল্যবিবাহের কুফল বর্ননা করে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়েছেন। পুলিশের নির্দেশ অমান্য করে বিয়ে দেয়া হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও শ্বাসিয়ে এসেছেন। থানা পুলিশের এ মহতি উদ্যোগ এলাকার সচেতন মহলের মাঝে বেশ প্রশংশা কুড়িয়েছে।