বিদেশ পাঠানোর নামে প্রতারনা মামলায় উজিরপুরের শিক্ষকসহ ২ জন গ্রেফতার

এজাহার ও ভূক্তভোগী সূত্রে জানাগেছে, ৬ মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দিন মজুর মেজাফরের পুত্র নিজাম হোসেনকে ৩ লক্ষ টাকার বিনিময়ে পার্শ্ববর্তী উজিরপুর থানার শোলক গ্রামের শোলক সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তুম মাষ্টার তার প্রবাসী পুত্র মিজানের যোগসাযোসে বিদেশ পাঠায়। নিজামের পাসপোর্ট-ভিসা নকল হওয়ায় দুবাই পুলিশ এয়ারপোর্টের ইমেগ্রেশন বিভাগ নিজামকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দুইমাস কারা ভোগের পর নিজামকে দুবাই সরকার বাংলাদেশে ফেরৎ পাঠায়। সর্বস্ব খুইয়ে নিজাম ও তার পরিবারের সদস্যরা রুস্তুম মাষ্টারের নিকট এ ঘটনা জানালেও উল্টো তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। অবশেষে অসহায় নিজাম রুস্তুম ও তার সহযোগীদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা নং ৩ তারিখ ৪/১১/২০১০দায়ের করলে পুলিশ শনিবার রাতে উজিরপুরের শোলক গ্রাম থেকে রুস্তুম মাষ্টার (৫২) তার ভাই হাকিম তালুকদার (৫৫) কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।