ইভটিজিং প্রতিরোধে মেয়েদের কারাতে প্রশিক্ষণ

সভ্রম রক্ষায় তাদের এ অভিনব কৌশল শেখাচ্ছে প্রশিক্ষকরা। টাঙ্গাইলে ইভটিজিং প্রতিরোধে মেয়েদের কারাত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। গতকাল রবিবার শেখ ফজিলাতুন নেছা মহাবিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনেক মেয়েরাই উৎসাহিত হয়ে এ কারাতি প্রশিক্ষণে অংশ নিচ্ছে। শেখ ফজিলাতুন নেছা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ মারুফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, জেলা মার্শালআর্ট ফেডারেশনের সেক্রেটারি মির্জা মাসুদ রুবেল ও কারাতে প্রশিক্ষক মালিতা তানজিলা প্রমুখ। উল্লেখ্য, সারাদেশে যখন ইভটিজিং মারাত্মক ব্যধি হিসেবে দেখা দিয়েছে। সেই ইভটিজিংকে প্রতিরোধে টাঙ্গাইলের জেলা প্রশাসনের নেয়া এ পদক্ষেপকে অনেক অভিভাবকই স্বাগত জানিয়েছে।