রোগীদের সেবাদান ও বিনামূল্যে ঔষধ প্রদান। গতকাল বাংলাদেশ ইভ্যানজেলিকাল চার্চ (ট্রাস্ট) এর অর্থায়নের আসহায় রোগীদের সেবা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে আগত ডা. বেইন, ডা. লেজি, সিনিয়ার নার্স লুইচ, বাংলাদেশের বিভিন্ন জেলায় বেসরকারী স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। যেমন- ঢাকা, গাজীপুর, বরিশাল, কুড়িগ্রাম। আগৈলঝাড়ার সিমান্তবর্তী অঞ্চল বাটরা বাজার সংলগ্ন সূর্য্য কল্যানী স্বাস্থ্য সেবা ক্লিনিকের পরিচালক শুকচাঁদ হালদার জানান, অসহায় মানুষেরসেবা দানের জন্য যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারা এসে এলাকার প্রায় শতাধীক অসহায় রোগীদের সেবা দিয়েছেন বিনামূল্যে। বাংলাদেশ ইভ্যানজেলিকাল চার্চ (ট্রাস্ট) পরিচালক রেভারিটান পিটার অধিকারীর সার্বিক সহযোগীতায় যুক্তরাষ্ট্রের সিনিয়র ডাক্তার টিম আগৈলঝাড়াও কোটালীপাড়ার অসহায় শতাধীক রোগীদের ঔষধ ও সেবা দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার অসহায় দুস্থ সেবা পাওয়া রোগীরা। সেবা দানের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার এডিসি কেএম তারিকুল ইসলাম, ডা. অনিমেশ মন্ডল, আবাশিক মেডিকেল অফিসার, ডা. হিমাংশু কর্মকার, ডা. এসকে হালদার সভাপতিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।