বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী গত সোমবার রাতে আওয়ামীলীগে যোগদান করেছেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর জেলা কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা বিএনপি নেতা জালাল আকন ও মাওলানা হাকিম তালুকদারের নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। সাবেক চীফ হুইপের আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাস ভবনে সদ্য আওয়ামীলীগে যোগদানকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল হাসনাত আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবর রহমান সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সহসভাপতি আবু সালেহ লিটন, সদ্য যোগদানকারী মাওলানা হাকিম তালুকদার, জামাল উদ্দিন আকন, লুৎফর রহমান মিয়া, রহিম তালুকদার, সুলতান বেপারী, রাজে আলী সারদার, গনি মোল্লা, বেল্লাল সন্যামাত প্রমুখ।