আগৈলঝাড়ায় ওএমএসের চাল না পেয়ে ফিরে যাচ্ছে দুঃস্থরা

চাহিদা মেটাতে পারছেন না। উপজেলা সদরে সাধারণ ও নিম্নবিত্ত জনসাধারণের মাঝে ৫জনের স্থলে ৩ ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করায় জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে ডিলাররা। অনেক ক্রেতা চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। কোরবানির ঈদ সামনে থাকায় এবং ঈদের সময় চাল বিক্রি বন্ধ থাকার কারণে দুঃস্থরা আরও বেশি হতাশ হয়ে পরেছেন। গতকাল শনিবার সরজমিনে গিয়ে গিয়াস উদ্দিন হাওলাদারের দোকানে চালের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন শ্রমজীবিরা চাল কিনতে উপজেলা সদরে এসেও তারা চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। ডিলাররা প্রতিদিন ১টন চাল ২শ’ লোকের মাঝে বিক্রির নিয়ম রয়েছে। প্রতিদিন ডিলারদের কাছে প্রায় ৩ থেকে ৪শ’ ক্রেতাকে ভিড় করতে দেখা গেছে। দুপুরের মধ্যেই চাল বিক্রি শেষ হলেও অনেক লোক চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।