গৌরনদী ও আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ ৪৫ জন আহত

ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩৫জনকে গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে গত মঙ্গলবার রাতে বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে গোবিন্দ ও হীরালালের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের হীরালাল, আশিষ, অঞ্জলি, ধীরেন, অনিল, যতিন, গোবিন্দসহ ১২জন আহত হয়। বৃহস্পতিবার সকালে পতিহার গ্রামে পূর্বশত্র“তার জের ধরে সাইফুল ও আমিনের মধ্যে সংঘর্ষে আলেয়া, আপাং, আনিছ, হোসনেয়ারা, মনির, আমিন ও সাইফুলসহ ১০জন আহত হয়। উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে পূর্বশত্র“তার জের ধরে মারুফ ও আলম সরদারের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে উভয়পক্ষের আলম, হারিছ, লোকমান, তোফাজ্জেল, মনিরা, আলমগীর, শাহআলম, ছালাম, আমিনা বেগমসহ ১৩জন আহত হয়। এছাড়াও গৌরনদীতে পৃথক হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত বেজহার গ্রামের ইমরান রাঢ়ী, বাবুল রাঢ়ী, সানুহার গ্রামের আফরোজা বেগম, উত্তরচরআইরকান্দি গ্রামের সোহেল হাওলাদার, ব্রাক্ষ্মনদিয়া গ্রামের শহিদুল বেপারী, সাওড়া গ্রামের নয়ন ইসলাম, সাহেবরামপুর গ্রামের শাহনাজ বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।