স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মুচলেকা ও জরিমানা দিয়ে রক্ষা!

হুমকি দেয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে বখাটেকে গ্রেফতার করে। অবশেষে ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বখাটেকে প্রাথমিক ভাবে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন। একপর্যায়ে লিখিত মুচলেকা ও জরিমানার টাকা দিয়ে বখাটেকে রক্ষা করে নিয়েছে তার পরিবার।

সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের আউয়াল বখতিয়ারের কন্যা ও পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে (রিতু আক্তার) স্কুলে আসা যাওয়া পথে নানাধরনের উত্যক্ত করে আসছিলো একই গ্রামের আকবর চৌকিদারের বখাটে পুত্র হাকিম চৌকিদার (২২)। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছে জানালে তারা সম্প্রতি বিচার ডেকে হাকিমকে শ্বাসিয়ে দেয়। এতে বখাটে হাকিম ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। গত রবিবার বখাটে হাকিম ওই স্কুল ছাত্রীকে নানাধরনের ভয়ভিতীসহ অপহরনের হুমকি প্রদর্শন করে। উপায়অন্তুর না পেয়ে এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা আউয়াল বখতিয়ার বাদি হয়ে গত সোমবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার থানার এএসআই আক্তার হোসেন বখাটে হাকিম চৌকিদারকে গ্রেফতার করে। ওইদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস বখাটে হামিক চৌকিদারকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার পর স্কুল ছাত্রীদের আর কোনদিন উত্যক্ত করবেনা বলে বখাটে হাকিম ও তার পিতা আকবর হোসেন চৌকিদার লিখিত মুচলেকা দেন। তাৎক্ষনিক বখাটের পিতা জরিমানার টাকা দিয়ে তার পুত্রকে রক্ষা করে নিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।