দৈনিক বিশ্লেষনের সম্পাদক-প্রকাশক ও বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলায় Gournadi.com’র ক্ষোভ

শামীমের বিরুদ্ধে মাদারীপুর সদর পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী কর্তৃক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতী দিয়েছেন Gournadi.com’র সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রকাশক ফাহিম মুরশেদ, ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন, জেলা রির্পোটার আযাদ আলাউদ্দিন, সাইদ মেনন, এম.মিরাজ হোসাইন, উপজেলা রির্পোটার ওমর আলী সানী, প্রবীর বিশ্বাস ননী, সাইদুর রহমান স্বপন, মিজানুর রহমান, শামীম খান, বদরুজ্জামান খান সবুজ প্রমুখ। বিবৃতিদাতারা অনতিবিলম্বে মিথ্যে ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, জনপ্রতিনিধি হিসেবে দুই বছর মেয়াদ বৃদ্ধির আবেদন করে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর পত্রিকায় গত ২০ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে বিশ্লেষন পত্রিকায় গত ২৬ আগস্ট একটি প্রতিবেদন ও মন্তব্য কলাম প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মেয়র একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশের আলোকে পত্রিকা কর্তৃপক্ষ উপযুক্ত জবাবও প্রদান করেন। তারপরেও আক্রোশমূলক ভাবে ওই মেয়র আদালতে দৈনিক বিশ্লেষনের সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান এবং বার্তা সম্পাদক মেহেদী শামীমের বিরুদ্ধে একটি হয়রানীমূলক মামলা দায়ের করেন।