গৌরনদী পৌরসভার নির্বাচনী মাঠ ইয়াংদের দখলে

আর এ ইয়াং প্রার্থীরাই এখন নির্বাচনী মাঠ দাঁপড়িয়ে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে সাবেক পৌর মেয়র কিংবা সাবেক কাউন্সিলরদের তেমন কোন নির্বাচনী তোড়জোর না থাকার কারনেই ইয়াং প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

সূত্রমতে, এখানে আওয়ামীলীগের মনোনীত পৌর মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, বিএনপির মনোনীত প্রার্থীর নাম এখানো ঘোষনা করা না হলেও প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন এগিয়ে রয়েছেন। এরা সকলেই ইয়াং প্রার্থী। 
অপরদিকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নং ওয়ার্ডের ইয়াং প্রার্থী হিসেবে রয়েছেন-বুলবুল দেওয়ান, মামুন সিকদার, মনির ঘরামী ও সাবেক কমিশনার দুলাল হোসেন। ২ নং ওয়ার্ডে কে.এম আহসান ইমাম ওরফে খায়রুল খান, মাহবুবুর রহমান কুট্টি, জুয়েল খান ও বর্তমান কাউন্সিলর হাকিম খান। ৩ নং ওয়ার্ডে কাজী স্বজল, আল-আমিন হাওলাদার ও মিন্টু সরদার। ৪ নং ওয়ার্ডে লিটন বেপারী, নুরে আলম ও বর্তমান কাউন্সিলর ফরিদ মিয়া। ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম টিটু, ইটালী প্রবাসী ফরহাদ হোসেন ও সাবেক কমিশনার জয়নাল খন্দকার।

৬ নং ওয়ার্ডে সোহেল ভূইয়া, শামীম সরদার ও সাবেক কমিশনার কবির হোসেন খান। ৭ নং ওয়ার্ডে সাবেক কমিশনার জামাল হোসেন বাচ্চু, ফিরোজ সরদার ও ফিরোজ সিকদার। ৮ নং ওয়ার্ডে গোলাম হেলাল মিয়া, হানিফ বেপারী, মজিবর সরদার, বকতিয়ার হাওলাদার, বতর্মান কাউন্সিলর মিয়া গোলাম মোর্শেদ পান্না। ৯ নং ওয়ার্ডে আব্দুস সামাদ আকন মুন্না ও সাবেক কমিশনার বাবুল খানের নাম শোনা যাচ্ছে। এর বাইরেও রয়ে গেছে অসংখ্য কাউন্সিলর প্রার্থী। তবে এদের অধিকাংশরাই হচ্ছেন বয়সে ইয়াং।