আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে আওয়ামীলীগের সদস্য করায় গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকাল দশটায় সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সহসভাপতি লূৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, যুগ্ন সম্পাদক সোহেল হায়দার, ছাত্রলীগ নেতা এস.এম মনিরুজ্জামান, ইলিয়াস মল্লিক প্রমুখ।