আগৈলঝাড়ায় মাদ্রাসা পরীক্ষার্থীনী অপহরণ না?

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর কন্যা লায়লা আক্তার (১৭) আমবৌলা কেরামতিয়া আলিয়া মাদ্রাসার চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থীনী। গত ১৩ ডিসেম্বর কলেজে গিয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভব্য স্থানে সন্ধান নিয়ে পার্শ্ববর্তী কোটালীপাড়া থানার পূর্বপাড়া গ্রামের কামাল হোসেন বাদশার বাড়িতে বিশ্বস্থ সূত্রে সন্ধান পান বলে অভিযোগে উল্লেখ করেন লায়লার পিতা খোরশেদ গাজী। মেয়ের সন্ধান নিতে গেলে কামাল হোসেন তার ছেলে আবিদ হাসান সুমন ও তার অনুসারীরা ভয়ভিতি দেখিয়ে খোরশেদকে বিতাড়িত করেন।

জানা গেছে, কামাল হোসেন বাদশা এক সময় পুলিশে চাকুরী করতেন। বিভিন্ন অভিযোগের ভিত্তিত্বে তাকে চাকুরীচ্যুত করা হয়। তার পুত্র বাদশা অন্য অপরাধে এ ঘটনার পরপরই কোটালীপাড়া পুলিশের হাতে গ্রেফতার হয়। গতকাল লায়লার পিতা খোরশেদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করে লায়লা ও বাদশার পরকিয়া সম্পর্কের সূত্র প্রাথমিক ভাবে জানতে পান।

আগৈলঝাড়া থেকে প্রবীর বিশ্বাস ননী