সাজানো হয়েছে বর্নিল নতুন সাজে। গতকাল শুক্রবার রাত বারোটা একমিনিটে শুরু হয়েছে বড়দিনের উৎসব। এ উৎসবকে ঘিরে বরিশালের চারটি ব্যাপ্টিস্ট চার্চকে নবরুপে সাজানো হয়েছে। বড়দিনকে ঘিরে খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজন এখন আনন্দের দোলায় ভাসছেন। দেশ-বিদেশের বিভিন্নস্থান থেকে অতিথি আসতে শুরু করেছে খ্রীষ্টসম্প্রদায়ের প্রতিটি পরিবারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে খ্রীষ্ট সম্প্রদায়ের সহস্রাধীক পরিবারে প্রায় চার হাজারের মতো জনসংখ্যা রয়েছে। বরিশালে অতিথিদের নিয়ে এবার ১০ হাজার খ্রীষ্ট পরিবার শুভ বড়দিনের উৎসব পালন করবেন। যিশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করেন খ্রীষ্টসম্প্রদায়ের লোকজন। বড়দিন উপলক্ষে প্রসাশনের পক্ষ নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গৌরনদী ক্যাথলিক চার্চে শুভ বড়দিন পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। চার্চ প্রাঙ্গনে যীশু খ্রীষ্টের জন্মস্থান উপলক্ষে অস্থায়ী গোয়ালঘর নির্মান করে তাকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে গৌরনদী উপজেলার আনন্দনগর, সুন্দরদী, ধানডোবা, পতিহার এলাকার তরুন-তরুনীরা মিলে গতকাল শুক্রবার রাতে নগর কীর্ত্তন করেছেন। খ্রীষ্টসম্প্রদায়ের এ বাড়ি ও বাড়ি ঘুরে ওইসব দলের তরুন-তরুনীরা নৃত্যের সাথে কীর্ত্তন পরিবেশন করে খ্রীষ্টসম্প্রদায়ের লোকজনকে জাগিয়ে তুলছেন বড় দিনের আনন্দের সাথে। সবমিলিয়ে শুভ বড়দিনকে ঘিরে বরিশালসহ বিভিন্ন উপজেলার খ্রীষ্টসম্প্রদায়ের লোকজনদের মধ্যে এখন উৎসবের আমেজ বইছে।