হিযবুত তওহীদের চার নারী সদস্যকে গ্রেফতার

ও সিডি বিতরনকালে হিযবুত তওহীদের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে। 

ওসি অশোক কুমার নন্দি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রাম থেকে থানার এস.আই ফোরকান আহম্মেদ, এ.এস.আই মনির হোসেন হিযবুত তওহীদের সক্রিয় সদস্য আসমা বেগম (২৮), জেবুন নাহার বেগম (১৯), ফারজানা বেগম (২০), বকুল বেগমকে (৪৫) আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জেহাদী বই, লিফলেট, সিডি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বাড়ি গৌরনদী উপজেলার সাকোকাঠী শাহজিরা গ্রামে। আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর, গাইবান্ধা, রাজশাহী, চট্টগ্রাম, ঝালকাঠী, ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় জেহাদী বই, লিফলেট ও সিডি বিতরন করে আসছে। হিযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মোঃ বায়োজিত খাঁন পন্নির লিখিত জেহাদী বই, লিফলেট ও সিডি তারা সাকোকাঠী গ্রামের আনিস খাঁনের কাছ থেকে সংগ্রহ করে বিলি করছেন বলেও উল্লেখ করেন। গ্রেফতারকৃতদের ওইদিনই বরিশাল আদালতে প্রেরন করা হয়।

উল্লেখ্য, গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রাম থেকে হিযবুত তওহীদের দক্ষিণাঞ্চলের চারজেলার কার্যাক্রম পরিচালিত হচ্ছে। ওই গ্রামের মান্নান মীর চার জেলার আমীরের দায়িত্ব পালন করেন। তার অধীনে রয়েছে শতাধিক নারী ও প্রায় চারশতাধিক পুরুষ সদস্য।