বরিশাল বিভাগে এক বছরে যক্ষা রোগে ২৮৬ জনের মৃত্যু

আর এ রোগে আক্রান্ত হয়েছে আট হাজার পাঁচশ সাতষট্রি জন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সেলিব্রেশন পয়েন্টে ‘যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি : বর্তমান অবস্থা ও করনীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।

বরিশাল জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, বরিশাল প্রেসক্লাব এবং ব্রাকের যৌথভাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত।

প্রধান অতিথি ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগীয়  পরিচালক ডা. মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- বরিশাল শের ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আবুর রশিদ, স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা.খায়রুল আনোয়ার, বরিশাল প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস.এম ইকবাল। গোলটেবিল বৈঠক পরিচালনা করেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার। গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন যক্ষা রোগ থেকে বাঁচতে নিয়মিত ডটস কর্নার গুলো ও স্বাস্থ্য কেন্দ্রে কফ পরীক্ষা করিয়ে নিয়মানুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই যক্ষা রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।