সফল ১৩ কৃষককে পুরস্কৃত করল মতুয়া সম্প্রদায়

নবান্ন উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে বরিশাল বিভাগের সফল ১৩ কৃষককে পুরুস্কৃত করা হয়েছে।এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীও পালন করা হয়।

বেলা ১১টায় বরিশাল নগরীর নতুন বাজার আদি শশ্মানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে নবান্ন উৎসবের উদ্বোধন করেন বিসিসির মেয়র অ্যাড.শওকত হোসেন হিরন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন এমপি বিরেন শিকদার,এমপি নারায়ন চন্দ্র চন্দ,এমপি অ্যাড.তালুকদার মোহাম্মাদ ইউনুছ,অনুভব  বহুমুখী সমবায় সমিতির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, সাবেক এমপি পঞ্চানন বিশ্বাস(রাজস্ব),বরিশাল জেলা প্রশাসক  এসএম আরিফ-উর-রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক প্রনয় কান্তি বিশ্বাস,ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস,বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) পলাশ কান্তি বালা,সমাজসেবক বিজয় কৃষ্ণ দে,ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট বিপুল বিহারী হালদার,সমাজসেবক শুভ্র সারথী শিকদার,অনুভব বহুমুখী সমবায় সমিতির পরিচালক প্রকৌশলী জি.সি মজুমদার,সমাজসেবী ও ব্যাবসায়ী মনীন্দ্র নারায়ন সাহা,শিক্ষাবিদ সন্তোষ মূখার্জী,আইনজীবী দিলীপ কুমার ঘোষ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হরি-গুরুচাঁদ মাতুয়া সম্প্রদায়ের সভাপতি অসিম সমাদ্দার। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন নবান্ন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ডাঃ বৃন্দাবন বিশ্বাস, যুগ্ন আহবায়ক স্বপন কুমার বেপারী নিরঞ্জন হালদার উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় সেখানে রক্তদান কর্মসূচী পালন করেছে।

এদিকে অনুষ্ঠানে কৃষিখাতে স্বাবলম্বী হিসাবে মনোনীত করে বরিশালের সফল তের জন কৃষককে পুরুস্কৃত করা হয়েছে। তারা হলো প্রফুল্ল সরকার, সনজিৎ মন্ডল,নিকুঞ্জ বিহারী হালদার,অমূল্য রঞ্জন মিস্ত্রিী,যশোমন্ত কবিরাজ,হরিদাস রায়,প্রমথ রঞ্জন মন্ডল,অমল কৃষ্ণ মন্ডল,রাজশ্বর হালদার,সৈলেন কুমার বেপারী,চিত্ত রঞ্জন হালদার,রনজিৎ কুমার হালদার। বিকেলে সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।