অনিয়ম ও দুর্নীতি, শিক্ষক সংকটের কারণে ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা।
স্থানীয় অভিভাবকসূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৫বছর যাবৎ প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট রয়েছে। ওই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ ও স্কুলের অর্থনৈতিক হিসাব নিয়ে দুর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে স্কুল চত্বরে স্টুডেন্ট ডিবেটিং ক্লাব, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। কর্মসূচী শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিবেটিং ক্লাবের সভাপতি আশীষ হালদার, সাধারণ সম্পাদক পরিমল বাড়ৈ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে শিক্ষক নিয়োগ এবং ম্যানেজিং কমিটির দুর্নীতির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।