মার্কার সমর্থনে মঙ্গলবার রাতে পৌর এলাকার উত্তরবিজয়পুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়ার উত্তরবিজয়পুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোঃ নান্নু ভূঁইয়া। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আওয়ামীলীগের কুয়েত শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন। এছাড়াও মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ, জাতীয় পার্টির নেতা আলাউদ্দিন ভূইয়া, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভঁইয়াসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন।