পাসের হার ৮১দশমিক ৭৫ ভাগ ॥ সেরা ক্যাডেট কলেজ

পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে পাস করেছে ৫৭ হাজার ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭৮ টি। এ বিভাগে পাসের হার ৮১ দশমিক ৭৫ ভাগ।

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার জানান- বরিশাল বোর্ডে আশানুরূপ ফলাফল করেছে।ছেলে মেয়েরা চমৎকার ফলাফল করছে।আগামী বছর আরো ভাল ফলাফল করবে বলে তিনি মন্তব্য করেন।

জানাগেছে,বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ২৬৮টি আর মেয়েরা পেয়েছে ২১০টি।জিপিএ ৪<৫ পেয়েছে ৭ হাজার ২৯২ জন,জিপিএ ৩.৫<৪ পেয়েছে ৯ হাজার ৪০৭ জন,৩<৩.৫ পেয়েছে ১৩ হাজার ১৯৩জন,২<৩ পেয়েছে ২৩ হাজার ৩৫৬জন,১<২ পেয়েছে ৩হাজার ৩৭৬ জন।

পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডে এগিয়ে রয়েছে ভোলা জেলা।সেখানে পাসের হার ৮৯.৬০ ভাগ।১০ হাজার ৬৬২ জন পরীক্ষার্থীর মরেধ্য ৯ হাজার ৫২২ জন অংশ গ্রহন করে।এরমধ্যে পাস করেছে ৮ হাজার ৫৩২ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা।সেখানে পাসের হার ৮৪.১৪ ভাগ। ১২হাজার ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ১১ হাজার ৭১৭ জন।পাস করেছে ৯ হাজার ৮৫৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে ঝালকাঠি জেহলঅ।পাসের     হার    ৮২.৪৫ ভাগ।৭ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করে ৭ হাজার ২০৯ জন।পাস করেছে ৫ হাজার ৯৪৪ জন।

চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা।পাসের হার ৮০.২৩ ভাগ।২৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৩৯৯ জন অংশ গ্রহন করে।এরমধ্যে পাস করেছে ১৮ হাজার ৭৭৩ জন।

পঞ্চম স্থানে রয়েছে বরগুনা জেলা।সেখানে পাসের হার ৭৯.৮৬ ভাগ।৭ হাজার ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩৫৩ জন অংশ গ্রহন করে।এর মধ্যে পাসন করে ৫ হাজার ৮৭২ জন পাস করে।

ষষ্ঠ স্থানে রয়েছে পিরোজপুর জেলা।সেখানে পাসের হার ৭৬.২৮ ভাগ।১১ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬৪৭ জন অংশ গ্রহন করে।এর মধ্যে পাস করেছে ৮১২২ জন।

বরিশাল শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার ফলাফলে এবার বেস্ট টোয়েন্টি ঘোষনা করা হয়েছে।এর মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।পর্যায়ক্রমে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,বরিশাল জিলা স্কুল,পিরোজপুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,পটুয়াখালী সরকারী জুবলী হাইস্কুল,পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়,বানারীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়,বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ,উদয়ন মাধ্যমিক বিদ্যালয়,বরগুনা জিলা স্কুল,ঝালকাঠি হরগবিন্দ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,ভোলা সদরের চন্দ্রাপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,আমতলী তালতলী মাধ্যমিক বিদ্যালয়,বাকেরঞ্জের মহেষপুর হাইস্কুল,চরফ্যাশন বালিকা উচ্চ বিদ্যালয়,দৌলতখান সকারী উচ্চ বিদ্যালয়,পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমী,গলাচিপা বালিকা উচ্চ বিদ্যালয়।