জিপিএ-৫’র তালিকায় বরিশাল ক্যাডেট কলেজ সেরা

ফলাফলে পরীক্ষার্থীর পাসের হারের অনুপাতে জিপিএ-৫’র ভিত্তিতে সেরা হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। বোর্ডের একটি প্রতিষ্ঠানে জিপিএ’র সংখ্যায় সর্বোচ্চ পেয়েও সেরা হতে পারেনি। কারন সেখানে পাসের হারে অপেক্ষাকৃত ভাল ফলাফল করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। ২য় স্থানে রয়েছে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। ৩য় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। ৩৩১ জন পরিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। ৪র্থ স্থানে রয়েছে পিরোজপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়। ১২৮ জনের মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ৫ম স্থানে রয়েছে পটুয়াখালী সরকারী জুবলি হাইস্কুল। ১৮৮ জনের মধ্যে ১৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৮৫ জনের মধ্যে ১৮৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। ৭ম স্থানে রয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৬৬ জনের মধ্যে ১৬৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ৮ম স্থানে রয়েছে ভোলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়। ১৪৫ জনের মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ৯ম স্থানে রয়েছে বানারীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। ১০৯ জনের মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। ১০ম স্থানে রয়েছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ। ১৯৬ জনের মধ্যে ১৯২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।