মোঃ হারিছুর রহমান হারিছ তার নির্বাচনী প্রতীক দেয়াল ঘড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। একইভাবে জ্যান্ত মোরগ, কাগজের তৈরি ঘুড়ি ও প্লাষ্টিকের বাজারজাত করা প্রতীক নিয়ে গণসংযোগ করছেন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোলায়মান হাওলাদার-ঘুড়ি। ২ নং ওয়ার্ডের জুয়েল খান-ফুটবল, আহসান ইমাম-মোরগ। ৪ নং ওয়ার্ডের লিটন বেপারী-মোরগ। ৫ নং ওয়ার্ডের জয়নাল খন্দকার-আপেল। ৬ নং ওয়ার্ডের মোঃ আতিকুর রহমান শামীম-ফুটবল, সোহেল ভূঁইয়া-মোরগ। ৭ নং ওয়ার্ডের জামাল হোসেন বাচ্চু-ফুটবল, গোলাম আহাদ মিয়া রাসেল-মোরগ। ৮ নং ওয়ার্ডের বকতিয়ার হাওলাদার-আপেল, মোঃ সুমন বেপারী-ফুটবল, মিয়া গোলাম মোর্শেদ পান্না-মোরগ। ৯ নং ওয়ার্ডের বাবুল খান-ঘুড়ি, মন্নান সরদার-ফুটবল, আলাউদ্দিন বেপারী-বালতি। অপরদিকে কাউন্সিলর প্রার্থীদের এ অভিনব গণসংযোগ দেখে বসে নেই সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। প্রচার প্রচারনার এ অভিনব পন্থা অবলম্বন করে গত শুক্রবার থেকে মাঠে নেমেছেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডের মাহমুদা বেগম-পানপাতা, সুলতানা রাজিয়া লাভলী-কলস। ২ নং ওয়ার্ডের সৈয়দা খায়রুন নাহার মায়া-কলস। ৩ নং ওয়ার্ডের সাবিনা ইয়াসমিন-সেলাইমেশিন, রোকেয়া বেগম-কলস, ফেরদৌসি ইসলাম-পানপাতা। প্রার্থীদের অভিনব এ গণসংযোগ ও প্রচার প্রচারনায় ভোটারদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।