যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে একটি মহল তৎপর

একটি মহল যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে তৎপর হয়ে উঠেছে। কিন্তু তাদের আশা কোনদিনই পূরন হবে না। ইনশ্আল্লাহ যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। পাক সেনাদের নির্মম নির্যাতন ও হতাহতের নিরব স্বাক্ষী বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের আলোশিখা রাজিহার সমাজ উন্নয় কেন্দ্রের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, সরকারি ভাবে যেসব এলাকায় অবহেলিত জনসাধারনের সাহায্য সহযোগীতা পৌঁছতে বিলম্ব হয়, সে সব অবহেলিত এলাকায় দ্রুত সাহায্য করেছে এই সংস্থাটি।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন শিক্ষক শচিন্দ্র নাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সংস্থাপন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডঃ রীতা সেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, এন্ড কোং চাটার্ট একাউন্ট কাঞ্চিলাল দাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, আলোশিখা প্রোগ্রাম ডাইরেক্টর কেসি বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার মনিটরিং অফিসার খান মোঃ রুস্তম আলী।