প্রাণনাশের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন কৃষক সুলতান

বেড়াচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত পূর্ব কুরিরচর গ্রামের কৃষক সুলতান সরদার (৫৮)। প্রভবাশালীরা কৃষক পরিবারকেও হুমকি দিয়ে আসছে। তাদের হুমকির মুখে অসহায় ওই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।  

গৌরনদী উপজেলা সদর সংলগ্ন একটি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল রবিবার বিকেলে কৃষক সুলতান সরদার জানান, মিয়ারচর গ্রামের প্রভাবশালী কুদ্দুস সরদার, এমদাদ দফাদার ওরফে এমদাদ মাষ্টার ও পাশ্ববর্তী মুলাদীর ছালাম সরদারের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তার আদালতে মামলা চলে আসছে। কুরিরচর-মিয়ারচর মৌজার এক নাম্বার প্লটের ১৭ একর সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরধরে বিগত চারদলীয় জোট সরকারের সময় প্রতিপক্ষের লোকজনে কৃষক সুলতান সরদারকে অপহরন করে। ওইসময় হত্যার উদ্দেশ্যে অপহরনকারীরা সুলতানকে এলাপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। রক্তাক্ত জখম অবস্থায় সে সময় কৌশলে কৃষক সুলতান পালিয়ে জীবনে রক্ষা পান।

এরপূর্বেও হত্যার উদ্দেশ্যে কৃষক সুলতানের ওপর হামলা চালিয়েছিলো প্রতিপক্ষের লোকজনে। পরবর্তী হামলার আশংকায় অসহায় কৃষক সুলতান নিজের বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপন করেন। এ সুযোগে প্রভাবশালীরা বিরোধীয় সম্পত্তি দখল করে নেয়। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর মহাজোট সরকারের প্রথমার্থে তিনি (সুলতান) পরিবার পরিজন নিয়ে দেশে ফিরেন। এরইমধ্যে মামলা উত্তোলনের জন্য পূর্ণরায় প্রতিপক্ষের প্রভাবশালীরা কৃষক সুলতান সরদার ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। অব্যাহত হুমকির মুখে অসহায় কৃষক সুলতান সরদার গত এক সপ্তাহ থেকে নিজ বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপন করেছেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কুদ্দুস সরদার বলেন, জমিজমা নিয়ে সুলতানের সাথে বিরোধ চলে আসছে কিন্তু তাকে অপহরন কিংবা হুমকির অভিযোগ সঠিক নয়।