শিক্ষা বিকাশের লক্ষে মহাজোট সরকার বদ্ধ পরিকর

শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে বই বিতরন করা হয়েছে। গতকাল রবিবার প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা আদর্শ বিদ্যানিকেতনের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার বাস্তবায়ন করা হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম  সরদার। বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নেমায়েত উদ্দিন, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, বাসুদেব অধিকারী, অমীয় লাল চৌধুরী, অনিল কর প্রমুখ। রজত জয়ন্তী উপলক্ষে ‘‘আর্শীবাদ’’ স্মরনিকা প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গানের আয়োজন করা হয়।