ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ কমিটি সম্পর্কে কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ কিছুই জানেন না বলে জানিয়েছেন।
নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন মোবাইল ফোনে এ প্রতিনিধির কাছে বলেন, কেবা কারা এ কমিটি গঠন করেছে। এ সম্পর্কে আমি আদৌ তিনি কিছুই জানি না। একটি সুবিধাভোগী মহল ফায়দা লোটার জন্য নাটকীয় ভাবে কমিটি গঠন করে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তিনি উক্ত কমিটি প্রত্যাখান করে আরো বলেন, খুবশীঘ্রই সকলের মতামত ও সকলের উপস্থিতিতে ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ফোরামের গ্রহনযোগ্য একটি কমিটি গঠন করা হবে। একইভাবে জানিয়েছেন ওই কমিটির একাধিক নেতৃবৃন্দ। তারা গঠনকৃত ওই কমিটিকে প্রত্যাখান করেছেন।