সু-শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন সিলেবাস প্রবর্তন করবে

ঘটাতে হলে সরকারের পাশাপাশি সমাজের সকলকে সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। গাইড (নোট) বই বাদ দিয়ে পাঠ্যপুস্তক অনুসরন করে শিক্ষার্থীদের শিক্ষা নিতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত বাকাই প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের মনযোগ সহকারে পাঠদান করাবেন। কোচিং সেন্টারে পড়ানোর জন্য শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করবেন না। ব্যবসার মনোভাব পরিহার করে শিক্ষার মনোভাব নিয়ে শিক্ষকদের পাঠদান করাতে হবে। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে জনতা ব্যাংক সকল প্রকার সহযোগীতা করে যাবে।

প্রত্যন্ত বাকাই অঞ্চলের অবহেলিত কোমলমতি শিশুদের মেধাবিকাশের লক্ষে মনোরম পরিবেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত ‘বাকাই প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কিন্ডার গার্টেন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রি-ক্যাডেটের সহসভাপতি আকন সিদ্দিকুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নুরে আলম সেরনিয়াবাত, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাহান মিয়া, মতলেব মাতুব্বর, বিল্টু রঞ্জন সাহা, প্রনব রঞ্জন বাবু দত্ত, প্রধান শিক্ষক অমূল্য রতন সরকার, শিক্ষক সুভাষ রঞ্জন বসু, প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হুমায়ুন কবীর প্রমুখ। শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।