ভুমীহিন প্রান্তিক চাষীদের উন্নয়ন করতে
না পারলে দেশের উন্নয়ন হবে না
........ড. আবুল বারকাত
ভুমীহিন প্রান্তিক চাষীদের উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন করা সম্ভব হবে না। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে হলে কৃষকদের প্রতি গুরুত্ব দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরিদ্র এবং দারিদ্রর বাংলাদেশের স্বপ্ন দেখেননি, তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে চেয়েছিলেন। জাতি যখন বঙ্গবন্ধুর আদর্শে মাথা ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন ঠিক সেই সময় (১৯৭৫ সালের ১৫ আগস্ট) বঙ্গবন্ধুসহ তার স্ব-পরিবারকে নির্মম ভাবে হত্যা করা হয়। গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটায় জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে গৌরনদী উপজেলার ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মাঝে সুদ মুক্ত বিশেষ ঋণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আবুল বারকাত উল্লেখিত কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, স্বাধীনের পরে দেশে আড়াই ল কোটি টাকার কৃষি অনুদান এসেছে। যার শতকরা ৭৫ ভাগই লুট করা হয়। অর্থনীতির দুবৃর্ত্তায়নের ফলে দেশ অনেকাংশেই পিছিয়ে পরেছে। কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করে দেশকে এগিয়ে নিতে হবে। মঙ্গা, সিডর ও আইলায় তিগ্রস্থ এলাকায় দিন দিন ভূমিহীন কৃষকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওইসব এলাকার প্রান্তিক ও ভূমিহীন চাষীদের এনজিও ঋণ ও গ্রাম্যসুদী মহাজনদের কাছ থেকে আনা দাদনের বেড়াজাল থেকে মুক্ত করতে জনতা ব্যাংকের উদ্যোগে সুদমুক্ত বিশেষ ঋণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। অচিরেই বতর্মান আওয়ামীলীগ সমর্থিত মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহার “দরিদ্র ঘোচাও-বৈষম্য দূর কর” বাস্তবায়িত হবে। জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, নজিবর রহমান, মোঃ আব্দুর রউফ সরদার, এ.কে.এম শাহজাহান কামাল, ড. আর.এম দেবনাথ, সিইও এস.এম আমিনুর রহমান প্রমুখ।
শেষে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৩০ জন ভূমিহীন প্রান্তিক কৃষকদের মাঝে সুদমুক্ত বিশেষ ঋণ হিসেবে ২ ল ৩২ হাজার টাকা বিতরন করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।