করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর গীর্জা মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, নগরীর মাঈনুল হোসেন সড়কের প্রয়াত সাংবাদিক সমীর দত্তের পুত্র ডোনা দত্ত। সে প্রাইভেট পড়া শেষে গীর্জা মহল্লার এ.কে ইনস্টিটিউট এলাকা অতিক্রমকালে অতর্কিতভাবে ৪/৫ জন সন্ত্রাসী ফিল্মী স্টাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডোনা দত্তকে কুপিয়ে গুরুতর জখম করে বীর দর্পে স্থান ত্যাগ করে। স্থানীয়রা জানায়, হামলাকারীদের মধ্যে পলাশপুর এলাকার তুষার (২১), কালীবাড়ি রোডের জামাল হোসেনের পুত্র রাজিন (২০), মাঈনুল হোসেন সড়কের (আগরপুর রোড) মৃত্যু বাদল চন্দ্র’র পুত্র টোটনের (২০) পরিচয় পাওয়া গেছে। বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহতের ভাই সাংবাদিক শুভব্রত দত্ত জানান, আহত ডোনার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।