যাচ্ছেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর ভাড়া করা শিল্পগোষ্ঠীরা। নির্বাচনী আইনের বিধি লংঘন করে রাস্তায় জনসমাগম করে। গতকাল বুধবার সন্ধায় এ রকম প্রচারণা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার শিল্পি আঃ সত্তার বয়াতী বাদ্যযন্ত্রসহ দলবল নিয়ে মাইক ও ইজিবাইকে সারাদিন পৌর এলাকার বিভিন্ন স্থানে আ’লীগ মেয়রপ্রার্থী খায়রুল আলম খোকন বেপারী ও তার প্রতিক আনারস মার্কার ব্যাপক প্রচারণা শেষে সন্ধা সাড়ে ৬টায় ব্যস্ততম মাছ বাজার মোড়ে বাদ্যযন্ত্রের সাথে গান গেয়ে বিশাল জনসমাগমের জড়ো করে। এ সময় গান গেয়ে খায়রুল আলম খোকন বেপারীর গুণ কীর্তন ও তার প্রতিকের ভোট চাওয়া হয়। শ’শ’ লোক গান শুনে আনন্দ-উল্লাস করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বাদ্যযন্ত্রের সাথে গান গেয়ে লোক জড়ো করে রাস্তা আটকিয়ে সমাগম করলে এটা নির্বাচনী আচারণ বিধির লংঘন। এ ব্যাপারে তদন্ত পূর্বক সত্যতা প্রমানিত হলে তার ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে।