ভাংচুর ও বর-কনেসহ কমপক্ষে ২০জন আহত হয়। এ ঘটনায় একপর্যায়ে আত্মরক্ষার্থে আহত রব ও বরযাত্রীতে আসা লোকজনে কনেকে রেখে পালিয়ে গিয়ে বিভিন্নস্থানে চিকিৎসা নেয়। অবশেষে ওইদিন রাত সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামের হস্তক্ষেপে তার গাড়িতে করেই কনেকে দিয়ে আসা হয় বরের বাড়িতে। ঘটনাটি শুক্রবারের। হামলার ঘটনায় ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক এজাহারভূক্ত আসামি কালাম প্যাদাকে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করেছে।
মামলার বাদি বরের মামা খালেক সরদার জানান, উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের মৃত মোক্তার আলী সিকদারের পুত্র আনোয়ার হোসেন সিকদারের (২৬) সাথে গত শুক্রবার পাশ্ববর্তী চরদিয়াশুর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের কন্যা আরজু খানমের বিয়ের দিন ধার্য করা হয়। সেমতে ওইদিন দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে বরপক্ষ কনের বাড়িতে যায়। সেখানে বর পক্ষকে আপ্যায়ন শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে কনে নিয়ে বরযাত্রীরা নসিমন ট্রলার ও ঈজিবাইক (অটো রিকসা) যোগে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে খান বিক্স নামকস্থানে বরযাত্রীদের গাড়ি পৌঁছলে স্থানীয় বখাটে যুবক আমিনুল ইসলাম, দুলাল হোসেন ও রানাসহ ১০/১৫ জন যুবক বরযাত্রীদের গাড়ি থামিয়ে মিষ্টি খাওয়ার জন্য চাঁদা দাবি করে। এসময় টাকা কম দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই যুবকদের সাথে বরযাত্রীদের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে বখাটে ওই যুবকরা লাঠিসোটা নিয়ে অর্তকিত ভাবে বরযাত্রীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বরযাত্রী নসিমন ট্রলার ও ঈজিবাইকটি ব্যাপক ভাংচুর করে। এছাড়াও হামলায় বর আনোয়ার হোসেন সিকদার (২৬), কনে আরজু খানম (১৯), বরযাত্রী হাবিব সরদার (৩২), ছিন্টু সরদার (২৭), মালেক সরদার (৩১), জুরুল সিকদার (১৮), খালেক সরদার (৪০), সাইদুল মোল্লা (২২), ইউসুব হোসেন মোল্লা (২৪), মনির হোসেন মোল্লা (২২), ড্রাইভার মজিবর রহমান (৩০), ইসমাইল হোসেন (২৫)সহ কমপক্ষে ২০ জন আহত হয়।
বখাটেদের অর্তকিত হামলার এক পর্যায়ে বর ও বরযাত্রীতে আসা লোকজন আহত কনে আরজু খানমে রেখেই দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওইদিন রাতেই বরের মামা খালেক সরদার বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক এজাহারভূক্ত আসামি কালাম প্যাদাকে (২৮) গ্রেফতার করে।