ইসলামের আনারস মার্কার সমর্থনে গতকাল শনিবার সকালে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার কসবা গ্রামের মেয়রের নিজবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, মেয়র পদপ্রার্থী হাওলাদার নুরুল ইসলাম, বিএনপি নেতা এডভোকেট আলমগীর হোসেন, মাষ্টার গোলাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, যুবদল নেতা শামীম সরদার, বেল্লাল হোসেন, রুহুল আমীন তালুকদার, ছাত্রদল নেতা জসিম শরীফ প্রমুখ। উঠান বৈঠকের বক্তব্যে মেয়র পদপ্রার্থী হাওলাদার নুরুল ইসলাম বলেন, কুকুর পোষাতো অন্যায় কিছু নয়। নিরাপত্তার জন্য কেবল কুকুর পালন করছি। এ নিয়ে হিংসা করার কিছুই নেই। তিনি আরো বলেন, আগামি ১৩ জানুয়ারির নির্বাচনে ভোটাররা সঠিক ভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারলে আমি জয়লাভ করবোই।